ইইউ পণ্যে ১৫ শতাংশ শুল্কারোপে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি

স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে বৈঠক
বিদেশে এখন
0

ইউরোপীয় ইউনিয়নের ওপর ১৫ শতাংশ শুল্কারোপ করে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ হারে একক শুল্ক আরোপ করা হবে। এর আগে ইউরোপীয় পণ্যে ৩০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ইউরোপের কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতিও আছে।

ট্রাম্প জানান, চুক্তিটি ইউরোপের গাড়ি শিল্প ও কৃষি খাতের জন্য বিশাল অগ্রগতি। দুই পক্ষই এতে লাভবান হবে বলে দাবি তার। রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে কোনো শুল্ক আরোপ করা হবে না।

ট্রাম্প বলেন, ‘মূল বিষয়টা হচ্ছে ন্যায্যতা নিয়ে। তবে কীভাবে এই অঙ্গীকার বাস্তবায়িত হবে, কত সময়ের মধ্যে হবে, তা পরিষ্কার নয়।’

চুক্তিটিকে বিশাল অর্জন বলছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। আলোচনায় ভন ডার লিয়েন বলেন, ‘ট্রাম্প দৃঢ় মনোভাব ও চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতার জন্য পরিচিত। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে হবে।’

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপের ২৭ দেশের এই জোট। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২৩৬ বিলিয়ন মার্কিন ডলারের। এই চুক্তির ফলে ঘাটতি কিছু কমে আসবে বলে ধারণা বিশ্লেষকদের।

ইএ