ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্য নিয়ে আলোচনার জন্য আগামী ২৫ থেকে ২৯ আগস্ট তিনদিন ওই প্রতিনিধি দলের ভারত সফরের কথা ছিল।
ওই সফরে দু’দেশের বাণিজ্যচুক্তি সামনে এগিয়ে নিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। যা ট্রাম্পের উচ্চ শুল্কারোপের পর খুবই গুরুত্বপূর্ণ ছিল।
সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা এরই মধ্যে কার্যকর হয়েছে।
রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করার শাস্তি হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিতে আছে দেশটি।