ইসরাইলের প্লাস নাইন সেভেন টু ম্যাগাজিন ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে ওই অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্যে নাম-পরিচয়সহ ৮ হাজার ৯০০ জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধা নিহতের তালিকা প্রকাশ করা হয়। ওই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নিহত ফিলিস্তিনির সংখ্যা ছিল প্রায় ৫৩ হাজার।
আরও পড়ুন:
যার অর্থ মাত্র ১৭ শতাংশ যোদ্ধা হলেও, ৮৩ শতাংশই বেসামরিক মানুষ। তবে এ বিষয়ে দ্য গার্ডিয়ান প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেনি ইসরাইলি সেনাবাহিনী।