অধিকাংশ যাত্রী সিট বেল্ট না পড়ায় দুর্ঘটনার সময় অনেকে বাস থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। বাসটিতে সেসময় অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাসটি কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি। তদন্তকারীরা বলছেন, মনোযোগ বিচ্যুতি ও 'ওভারকোরেকশন' এর কারণে ঘটে এই দুর্ঘটনা।
আরও পড়ুন:
দুর্ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে অন্তত ২৪ জন ভর্তি হন এরি কাউন্টি মেডিকেল সেন্টারে, আরও কয়েকজনকে পাঠানো হয় অন্যান্য হাসপাতালে। যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল টুইটারে এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। উদ্ধার ও সহায়তায় যুক্ত হন ফায়ার সার্ভিস, হাইওয়ে পেট্রোল এবং জরুরি মেডিকেল টিম।