চীন-ভারতের ওপর শুল্কারোপে জি-সেভেন ও ইইউকে যুক্তরাষ্ট্রের আহ্বান

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

রাশিয়া থেকে তেল কেনার জন্য চীন ও ভারতের ওপর উল্লেখযোগ্য হারে শুল্কারোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্কারোপে জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে এ আহ্বান জানিয়েছে দেশটি।

গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) জি-সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

আরও পড়ুন:

বৈঠকে দেশগুলোর প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধ বন্ধে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়া যে উৎস থেকে যুদ্ধে ব্যয় করার জন্য অর্থের যোগান পাচ্ছে, সবার দলগত প্রচেষ্টায় তা ভেঙ্গে দিতে পারলে মস্কো অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়বে বলে মনে করেন তারা।

রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে এরইমধ্যে মার্কিন বাজারে নিজেদের পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ সম্পূরক শুল্ক গুনছে ভারত।

এফএস