অভিযোগপত্রে বলা হয়েছে, ‘আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত অলি। নেপাল নিউজ জানিয়েছে, নিহত ও গুরুতর আহত জেন-জি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য।’
আরও পড়ুন:
এদিকে, নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের ৮টি রাজনৈতিক দল। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওইস্ট সেন্টারসহ প্রথম সারির রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক।