‘নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে’

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
বিদেশে এখন
0

নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেন-জি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিসট্রিক্ট অফিসার দিল কুমার তামাং-এর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কপিলাবস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত অলি। নেপাল নিউজ জানিয়েছে, নিহত ও গুরুতর আহত জেন-জি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য।’

আরও পড়ুন:

এদিকে, নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের ৮টি রাজনৈতিক দল। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওইস্ট সেন্টারসহ প্রথম সারির রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক।

ইএ