জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি
এশিয়া , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে আগামী মাসে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম বলছে, এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে মোদির।

আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। একইদিনে অধিবেশনে বক্তব্য রাখবেন ইসরাইল, চীন, পাকিস্তান ও বাংলাদেশের সরকারপ্রধান।

এমন সময়ে মোদির যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা এলো যখন মার্কিন শুল্কারোপ নিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে। সম্প্রতি দেশটির পণ্যে ২৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেন ট্রাম্প। আর রাশিয়া থেকে তেল আমদানি করার শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে আরও ২৫ শতাংশ শুল্ক। মোট ৫০ শতাংশ শুল্কের ২৫ শতাংশ এরইমধ্যে কার্যকর হয়েছে।

প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে ভারত। নয়াদিল্লী জানিয়েছে, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ভারত।

এসএস