ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। খামেনিকে হত্যায় আপাতত সায় না থাকলেও ভাবছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলায় অংশ নেয়ার বিষয়ে। ইসরাইলি দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দাপ্রধান জানালেও সে তথ্য আমলে নিতে নারাজ প্রেসিডেন্ট।

ইরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যেই ইসরাইলের দিকে মঙ্গলবারও (১৭ জুন) রাতভর দফায় দফায় চলে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরাইলি বিমান হামলায় ব্যবহৃত ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা, দাবি তেহরানের।

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিস’-এর ১১তম ধাপে বুধবার (১৮ জুন) ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ‘ফাত্তাহ’ মিসাইল ছোঁড়ার খবর নিশ্চিত করে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি। শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এক হাজার ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পশ্চিম তীরের আকাশে রাতভর দেখা মেলে ইসরাইলের দিকে ছুটে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের।

অন্যদিকে ইরানজুড়ে ইসরাইলের বিমান হামলাও অব্যাহত। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। সবমিলিয়ে ইরান-ইসরাইল নজিরবিহীন সংঘাতে টানা ষষ্ঠদিনের মতো সাইরেনের আওয়াজ, রাতের আকাশ চিরে মুহুর্মুহু মিসাইলের ছুটে যাওয়া, আর নিরস্ত্র মানুষের আতঙ্ক- যুদ্ধের চিরচেনা দৃশ্য।

সংঘাত তীব্রতর হতে থাকার মধ্যেই বিমানবাহী রণতরি নিমিৎজের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করছে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫সহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী।

যুদ্ধ পরিস্থিতি জটিল হতে থাকার মধ্যেই ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আপাতত’ হত্যার পরিকল্পনা না থাকলেও ভাবছেন ইরানি পারমাণবিক কেন্দ্রে ইসরাইলি হামলায় যোগ দেয়ার কথা। ইসরাইলি দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানালেও সেটি মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প।

এ অবস্থায় ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ঠেকাতে প্রেসিডেন্টের বিপরীতে সাংবিধানিক ব্যবস্থা নেয়ার তোড়জোড় চালাচ্ছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সসহ মার্কিন আইনপ্রণেতারা। অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বুধবার থেকে শুক্রবার মার্কিন দূতাবাস বন্ধ জেরুজালেমে।

এসএস