গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

গাজায় ত্রাণ নিচ্ছে শিশুরা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা জোরদার করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে অর্থমন্ত্রীর জোট সরকার ছাড়ার হুমকির পরই উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সঙ্গে হামাসের ত্রাণ লুট ঠেকাতে সেনাবাহিনীকে সময় বেঁধে দেয়া হয়েছে দুই দিন। এমন পরিস্থিতির মাঝেও ইসরাইলের অব্যাহত হামলায় গতকাল (বুধবার, ২৫ জুন) থেকে গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ জন। আগ্রাসন চলছে অবরুদ্ধ পশ্চিম তীরেও।

টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা শেষে থেমেছে ইরান-ইসরাইল সংঘাত। যদিও ৬০০ দিন পেরোনোর পরেও গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।

এমন পরিস্থিতিতে উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রচেষ্টা জোরদার করেছেন মধ্যস্থতাকারীরা। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন এই তথ্য। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যা সম্পাদনের কাজে নিয়োজিত আছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মতে গাজায় যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কারণ আমরা যে আক্রমণ চালিয়েছি, তা থেকে ভালো খবর পেতে যাচ্ছি। স্টিভ উইটকফ আমাকে জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি।’

২৬ মে থেকে উপত্যকায় ত্রাণ সরবরাহের কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত সংস্থা জিএফএইচ। গেলো একমাসে সংস্থাটি থেকে ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি। এ বিষয়ে কোনো শব্দ উচ্চারণ না করলেও হামাসের বিরুদ্ধে ত্রাণ লুটের অভিযোগে সরব ইসরাইলি রাজনীতিবিদরা।

হামাসের হাতে ত্রাণ পৌঁছানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও ত্রাণ সরবরাহ বন্ধ করেছে তেল আবিব। পাশাপাশি উপত্যকায় ত্রাণ লুট বন্ধের পরিকল্পনা পেশ করতে সেনাবাহিনীকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

একইসঙ্গে উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার গাজায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবারও বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। এমন পরিস্থিতিতে আরব লীগ বলছে, ইরান-ইসরাইল সংঘাতের সমাপ্তি গাজা সংকটের সমাধানের সূচনা করতে পারে।

আরব লীগের মহাসচিব জামাল রুশদি বলেন, ‘সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাত গাজা সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিয়েছে। দ্রুতই এই সংকট সমাধান প্রয়োজন। আশা করছি, ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তির মাধ্যমে গাজা সংকট সমাধানের সূচনা তৈরি হবে।’

গাজার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে আগ্রাসন। বুধবার রামাল্লায় অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। পাশাপাশি আইডিএফের অভিযানে আটক করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে।

এসএস