পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হামাস

হামাসের সদস্যরা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করতে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠন করতে চায় সংগঠনটি।

এদিকে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে একদিনে উপতক্যাজুড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭৩ ফিলিস্তিনি। আইডিএফের সামরিক অভিযানের মুখে উপত্যকাটির উত্তরাঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছে বাসিন্দারা।

আরও পড়ুন:

পাশাপাশি ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চল ইসরাইলের আওতায় নেয়ার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছে ইসরাইলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজারাল স্মোট্রিচ।

পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অনুমোদনও চেয়েছেন তিনি।

এসএস