ধানমন্ডি থানার হত্যা মামলায় মশিউর-নজরুল-মুরাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

দেশে এখন
আইন ও আদালত
0

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ধানমন্ডি ও মিরপুর থানার মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ (সোমবার, ২৮ এপ্রিল) তাদের প্রত্যেককে সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। 

এর আগে তারা প্রত্যেকেই কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

সেজু