ডিবির অভিযানে সাবেক এমপিসহ ৬ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

ডিএমপির লোগো
আইন ও আদালত
0

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ (শনিবার, ১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০), চৌদ্দগ্রাম কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন (৫৪), মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪) ও শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন (৩৪)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে এ দিন ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১১টায় রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ০১টা ১০মিনিটে বুসন্ধরা আবাসিক এলাকা থেকে মো. আওলাদ হোসেন লিটনকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে রাত আনুমানিক ০৩টা ৩৫ মিনিটে মিসেস নার্গিস আক্তারকে গ্রেপ্তার করে। শুক্রবার রাত আনুমানিক ১১টায় রাজধানীর বকশীবাজার এলাকায় মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

গ্রেপ্তার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।—প্রেস বিজ্ঞপ্তি

এসএইচ