মানিকগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ
ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা
এখন জনপদে
আইন ও আদালত
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (সোমবার, ১২ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রোববার (১১ মে) রাত দেড়টার দিকে হরিরামপুর উপজেলার কালই গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হরিরামপুর উপজেলার কালই গ্রামের বাতেন প্রমানিক (৫২), একই গ্রামের সামছুল (৩৫) এবং যাত্রাপুর গ্রামের মো. রাব্বি (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাতেন প্রমানিকের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বিক্রিতে সহায়তার অভিযোগে সামছুল ও রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেজু