নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুই আসামির মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জ
পুলিশি হেফাজতে আসামিরা
এখন জনপদে
আইন ও আদালত
0

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকায় ব্যবসায়ী নুরুল হককে হত্যার ঘটনায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০৯ সালের ২০ আগষ্ট নুরুল হককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় আদালতে। 

আজ (বৃহস্পতিবার, ১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘ বিচারকার্য শেষে বিচারক মমিনুল হক এই রায় প্রদান করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান এ তথ্য দেন।

তিনি আরো জানান, মিলন এবং সজীব এই হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি আলম মিয়া, জোবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক ও বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এ মামলায় রবিন নামে এক আসামির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। বাকি ৮ জনের উপস্থিতে এ রায় দেন আদালত। আদালতের আদেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।

এসএইচ