গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ীর নাম মো. ইউসুফ মিয়া (৩০)। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লাভড়াপাড়া এলাকার মুকুল ওরফে মকবুল মিয়ার ছেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. ইব্রাহিম বাবু(২৮) ও মো. বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
আজ (সোমবার, ১৯ মে) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রূপগঞ্জের লাভড়াপাড়া এলাকায় মাদক কারবারি ইউসুফের গোয়াল ঘরের ভেতর থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ইউসুফসহ পলাতকরা রূপগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে ইউসুফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।