আজ (বৃহস্পতিবার, ২৯ মে) ইশরাকের মেয়র পদে শপথ ইস্যুতে ‘লিভ টু আপিল’ নিষ্পত্তির পর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, ‘উনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে। শপথ পড়ানোর তো এখন আর কোনো স্কোপই নেই। মেয়াদই শেষ, এখন আর গেজেট দিয়ে কী হবে?’
এই আইনজীবী বলেন, ‘এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে, মামলা ছিল বলে মেয়াদ শেষ করার পরও উনি আবার শপথ পাঠ করবেন।’
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
এদিকে, ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, শপথের বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন আদালত। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।’
রিটকারীর আইনজীবী বলেন, ‘আমরা ইলেকশন কমিশনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি ২৭ এপ্রিল। তাদের বলেছি, আপনারা আপিল করেন। তা না হলে আমরা কোর্টে যাব। তখন উনারা তাড়াহুড়ো করে ঐদিন রাত ১০টা নাগাদ উনার নামে (ইশরাক) গেজেট পাবলিশ করে দেন। সেজন্য আমরা উভয় আদালতে বলেছি, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটা দলের পক্ষ নিয়ে তাড়াহুড়ো করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, না নিয়ে, আমাদের লিগ্যাল নোটিশ পেয়ে তাড়াহুড়ো করে এই গেজেটটা পাবলিশ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজ ইসির আইনজীবী এসেছিলেন। উনাদের আদালত জিজ্ঞেস করেছেন, আপনাদের যে সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে নিরপেক্ষ দায়িত্ব; সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেটাতেই ব্যর্থ হচ্ছেন। তাহলে জাতির কাছে কী মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কীভাবে করবেন? আপনারা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’
এই আইনজীবীর ভাষ্য, ‘আদালত আরো বলেছেন, এত বড় ভবন তৈরি করে রেখেছে কি শুধু হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের অধিকার নিশ্চিত করবেন। আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করবো, ইসি শিগগির এটার বিরুদ্ধে আপিল দাখিল করবে। আর যদি উনারা সেটা করতে ব্যর্থ হন তাহলে আমরা আবার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’
অন্যদিকে, আজ দুপুর ২টার দিকে কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সমর্থন জানাতে নগর ভবনে উপস্থিত হয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন। নাহলে আগামীকাল থেকে নগরবাসীকে সঙ্গে নিয়ে এ আন্দোলন আরো বেগবান করা হবে।
আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। এজন্য দ্রুত শপথ গ্রহণ আয়োজনের দাবি জানান বিএনপি নেতা ইশরাক।
তিনি বলেন, ‘দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। একজন মেয়রকেই শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে ৩০০ এমপিকে কীভাবে শপথ পড়াবে সরকার? শেষবারের মতো শপথ আয়োজনের আহ্বান। নাহলে আগামীকাল থেকে নগরবাসীকে নিয়ে আন্দোলন আরো বেগবান করা হবে।’
এর আগে, গতকাল (বুধবার, ২৮ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির কথাও বলা হয়।