প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ মামলা শুনানির জন্য তালিকায় ১ নম্বরে রাখা হয়।
শুনানিতে তারেক রহমানের আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘আপিল বিভাগে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’
আরও পড়ুন:
এর আগে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আজ শুনানি করছেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবনের রায় বাতিল করে হাইকোর্ট।