গত দেড় সপ্তাহ ধরে সারা দেশে এলপিজি সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ৫০০ টাকার ওপর গ্যাস পাচ্ছেন না চট্টগ্রামের সিএনজিচালকরা। এতে যানবাহন চলাচল ও জনজীবনে ভোগান্তি বাড়ছে।
বেশি দাম দিয়েও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। তবে এ সমস্যার সমাধান কবে বা কীভাবে মিলবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না স্টেশন মালিকরা।
আরও পড়ুন:
সম্প্রতি গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্যানুযায়ী, সারা দেশে গড়ে প্রতি মাসে প্রায় ১ লাখ ৪০ হাজার টন এলপিজি ব্যবহার হয়। এর মধ্যে পরিবহন খাতে ব্যবহৃত হয় প্রায় ১৫ হাজার টন, যা মোট ব্যবহারের প্রায় ১০ শতাংশ।
এলপিজি সংশ্লিষ্টরা মনে করছেন, এ সীমিত চাহিদায় সরবরাহ নিশ্চিত না হওয়ায় পুরো অটোগ্যাস খাত ধ্বংসের মুখে পড়ছে। তারা বলেন, ‘এ অবস্থায় আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান এবং ভবিষ্যতে সংকট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।’
অন্যদিকে চলমান সংকটের মধ্যেই সরকার নতুন করে এলপিজি দাম বাড়িয়েছে লিটারপ্রতি ৫ টাকা।





