‘নতুন বাংলাদেশে ভেদাভেদ থাকবে না, সবার অধিকারকে প্রতিষ্ঠা করবো’

সাংগ্রাই জলোৎসবে উপস্থিত হয়ে প্রদান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
এখন জনপদে
দেশে এখন
0

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, 'আমরা একসাথে আছি। একসাথে রাখতে চাই। একসাথে হাঁটতে চাই। এটাই আমাদের স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন। এটাই আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপ্ন যে একসাথে হাঁটবো, একসাথে কাজ করবো, কোন ভেদাভেদ থাকবে না।সবার অধিকারকে প্রতিষ্ঠা করবো। এটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বপ্ন।'

তিনি বলেন, 'আপনারা সবাই সহযোগিতা করুন। ভবিষ্যতে এই এলাকায় অর্থনীতি, শিক্ষা, পরিবেশ সহ সব ক্ষেত্রে আমরা হারমোনিয়াস ডেভেলপমেন্ট দেখতে চাই। এখানে আমরা সবাই একসাথে হাতে হাত ধরেই এই প্রচেষ্টাটা চালিয়ে দেখি। আপনারা কখনও ভাববেন না যে পাহাড়ের ওপরে আছেন বলেই সমতলের বিচ্ছিন্ন কেউ নন আপনারা।'

আজ (শনিবার, ১৯এপ্রিল) রাঙামাটি মারী স্টেডিয়ামে দিনব্যাপী সাংগ্রাই জলোৎসবে প্রদান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দুপুরে পানি ছিটিয়ে জল উৎসবের সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এরপরই মারমা তরুণ-তরুণীরা মেতে ওঠেন সাংগ্রাই জল উৎসবে। পরিবেশিত হয় বাংলাসহ পাহাড়ি জাতিসত্তাগুলোর ঐতিহ্যবাহী সংস্কৃতির নৃত্যসঙ্গীত। অনুষ্ঠানটি আয়োজন করে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া জল উৎসবে যোগ দিতে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের আগমন ঘটে। এরমধ্যে দিয়ে ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ, ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড এসএম ফরহাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসএইচ