আজ (বুধবার, ১৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিক্ষোভে যোগ দিয়ে শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাসে বহিরাগতদের আগমন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাদকসেবীদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি করেছে।
আরো পড়ুন:
নিরাপদ ক্যাম্পাস তৈরিতে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের সh অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানায় তারা। এ ছাড়া সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যোগ দেন এই বিক্ষোভ সমাবেশে।
এসময় যেকোনো মূল্যে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হবার আহ্বান জানান শিক্ষকরা।