সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্র পুনরায় ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাবে

এনসিপির আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞানীর অভিমত

এনসিপির গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা
রাজনীতি
দেশে এখন
0

সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র পুনরায় ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাবে। রাষ্ট্রে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে তাই জুলাই-আগস্ট অভ্যুত্থানকারীদের সতর্ক ও সচেতন থাকতে থাকতে হবে।- এমন'ই সব বক্তব্য উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায়। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় অংশ নেন রাজনৈতিক দল, আইনজীবী ও রাষ্ট্র চিন্তকরা।

আজ (মঙ্গলবার, ২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক বিশ্লেষকসহ অংশ নেন অনেকে। আয়োজনের শুরুতেই এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাবনা উত্থাপন করে সংগঠনটি।

রাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করার গুরুত্ব দিয়ে এনসিপির নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয়। জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে তারুণ্যের শক্তিকে এড়ানোর সুযোগ নেই মন্তব্য করে তারা বলেন, নতুন বাংলাদেশে মানুষের মতের বিরুদ্ধে গিয়ে রাজনীতি সম্ভব হবে না।

জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে দুঃস্বপ্ন নেমে আসবে মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দ্বিকক্ষের চেয়ে মূল আইনসভাকে শক্তিশালী করা প্রয়োজন।’ আর সংস্কারের মূল বিষয়ে নজরের দাবি জানিয়ে সভায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি বলেন, কারচুপি ঠেকাতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন।

দেশ ষড়যন্ত্রের মধ্যে রয়েছে তাই, অভ্যুত্থানকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে সভায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে পূর্বাবস্থায় ফিরে যাবে ক্ষমতা। শাসনব্যবস্থাকে কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীকরণের কথাও বলেন বক্তারা।

সভায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অপরাধে জড়িত সকলের বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক আর সদস্যসচিব বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন করে তৈরি করতে হবে। সেইসাথে সংস্কারকে বিচ্ছিন্ন করে নির্বাচন অনুষ্ঠিত হলে অতীতের মতন ফ্যাসিবাদী কাঠামো তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে এমন মন্তব্য করে সভায় বলা হয় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করতে হবে দলটিকে।

এএইচ