নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। যেখানে আগামী নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনসহ ৪ দফা দাবি তুলে ধরেন আয়োজকরা।
সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণের বিষয়ে সভায় অনেকেই একমত পোষণ করেন। এমনকি সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি তুলে ধরেন বক্তারা। তবে এখনই প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্ব কার্যকর সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের যে বর্তমান পদ্ধতি রয়েছে সেখানে অনেক আসনে রয়েছে যারা সাধারণ সংসদ তারা নারীদেরকে যেতেই দেয় না। এখন দুজন হলে এইটা কার্যকর হবে কি না আমার সন্দেহ আছে।’
সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নারীদেরকে আপনি যতজনকে দেন না কেন অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। সাধারণ আসন ও নারীদের আসন দুটোকেই রাখা দরকার। উভয় ক্ষেত্রে সার্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার।’
সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি সাথে বিএনপিও একমত বলেন জানান দলটির নেত্রী শামা ওবায়েদ। রাজনৈতিক সচেতনতা বাড়াতে তৃণমূল থেকেই নারীদের অংশগ্রহণের দাবি জানান তিনি। এছাড়া নারীদের সরাসরি অংশগ্রহণে যেসব প্রতিবন্ধকতা আছে তা নিরসনে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘বিএনপিও একমত নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা ১০০ তে রাজি হয়েছে। মনে হয় এইটা নিয়ে এখনো আলোচনা চলছে।’
আগামী সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের সরাসরি ভোট করতে অন্তত ২৫ শতাংশ আসনে নির্ধারণের বিধান করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আগামীতে নারী নেতৃত্ব বাড়াতে তাদের এই সুযোগ দেয়া উচিত বলে মনে করেন তিনি।
সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের নারী জনপ্রতিনিধি মিনিমাম ২৫ শতাংশ সংসদে থাকতে হবে। এছাড়া তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন সিলেকশনের মাধ্যমে না। আমি মনে করি এই বিষয়ে সবাই একমত হবে।’
নাগরিক কোয়ালিশনের এই সভায় রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।