সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে

আটককৃত মো. হানিফ
দেশে এখন
0

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হানিফকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ জুন রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসায় কে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা হামলাকারীরা ‘মব’ তৈরি করে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিমানবন্দর থানায় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানার এসআই সজিব হাসান ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় রুজু করা হয়।

উল্লেখ্য, একই দিন সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসএস