আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খসড়া নীতিমালা থেকেই বোঝা যায় টেকসই উন্নয়নে বাধাগ্রস্ত হবে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এতে বিশেষ সুবিধা পাবে বড় বড় কোম্পানি আর ক্ষতির মুখে পড়বে ক্ষুদ্র ব্যবসায়ীরা।’
জাতীয় নির্বাচনের আগে এমন উদ্যোগ নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘বিটিআরসির ড্রাফট টেলিকম লাইসেন্সের বিষয়ে খুশির বিষয় হলেও তড়িঘড়ি করাতে উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। খসড়া নীতিমালা থেকে বোঝা যায় টেকসই উন্নয়নে বাধাগ্রস্ত হবে। চূড়ান্ত নীতিমালা প্রণয়নের পূর্বে সকল অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান। ছোট ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ সুবিধা পেতে পারে বড়বড় কোম্পানিগুলো।’
বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্তমান রাজনৈতিক পথে হাঁটছে বিএনপি। এমন কোনো বিষয় অবতারণা করতে চাই না, যাতে কোনো বিরোধিতা তৈরি হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব থেকেই এ বিষয়ে কথা বলা।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘জনগণের স্বার্থের কথাই বিএনপি চিন্তা করে। দীর্ঘ ১১ মাস এসব বিষয়ে কথা হয় নি, এখন তড়িঘড়ি করে টেলিকম নীতিমালা নিয়ে আলোচনা হচ্ছে।’