প্রাথমিকে ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ও প্রাইমারি স্কুলের ক্লাস
শিক্ষা
দেশে এখন
0

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল (সোমবার, ১৫ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’

আরও পড়ুন

উপদেষ্টা বিধান রঞ্জন রায় বৈঠকে জানান, শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়ন হয়েছে ঠিকই, তবে কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা এখন স্কুলগুলোকে র‍্যাংকিং করছি। পিছিয়ে থাকা স্কুলগুলোকে বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক |ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং বদলি নীতিমালার সংস্কার চেয়ে বলেন, ‘সুপরিকল্পিত বদলির ব্যবস্থা থাকতে হবে। তদবিরনির্ভর বদলি বন্ধ করতে হবে।’

নারীবান্ধব অবকাঠামো গড়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি স্কুল ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতি রাখতে হবে, যাতে ছাত্রীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নির্মাণ পরিকল্পনা হয়।’

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিশুদের ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে।’

এনএইচ