উন্নত চিকিৎসায় ফের লন্ডন যেতে পারেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া
দেশে এখন
1

উন্নত চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য এরইমধ্যে তার একান্ত সচিবের পাঠানো চিঠির জবাবে নোট ভারবাল ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত পররাষ্ট্র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, চিকিৎসক টিমের পরামর্শে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ফের যুক্তরাজ্যে যাওয়া জরুরি। এজন্য তার চারজন সফরসঙ্গীর মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধের নোট ভারবাল চাওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে ৬ মে চিকিৎসা শেষে দেশে ফিরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এসএস