ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত এক সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জনে (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত ভোটারসহ)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। এবারে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষ যোগ হতে পারে।
সভায় জানানো হয়, নির্বাচনে প্রয়োজনীয় ভোটগ্রহণ কর্মকর্তার তুলনায় সবসময় ১০ শতাংশ বেশি জনবল প্যানেলভুক্ত করা হয়। এর মধ্যে থেকে ৫ শতাংশ অতিরিক্তসহ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এবারও একই নিয়মে প্রায় ৯ লাখ ৩১ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।