কোচিং পরিচালক মুনতাসিরুল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের চাচাতো ভাই। পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মুনতাসিরুল সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। এবং হলি আর্টিজন মামলায় আসামি ছিলো।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে শনিবার (১৬ আগস্ট) বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের একটি কোচিংয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় ১৬ ঘণ্টার অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে আটক করে।
আরও পড়ুন:
উক্ত অভিযানে ২টি বিদেশি রিভলভার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশিয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ড্যাগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ওইদিন রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে না মঞ্জুর করা হয় জামিন আবেদন। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আসামি পক্ষের আইনজীবীরা।