আসিফ নজরুলের পদত্যাগ ও হত্যাকারীদের বিচার দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

সচিবালয়ের সামনে বিক্ষোভ
দেশে এখন
1

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী রোববার (২৪ আগস্ট) সচিবালয়ের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জুলাই যোদ্ধা ও নিহতের পরিবারের সদস্যরা।

এর আগে জুলাই যোদ্ধা ইমাম হাসান তায়িম হত্যাকারী এসআই সজ্জাদকে জামিন দেয়ার অভিযোগে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

বিক্ষোভ কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, মঙ্গলবার দুপুর ১২টার পর বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসার পথে পুলিশ তাদের বাধা দেয়া। এসময় বাধা উপেক্ষা করে তারা সচিবালয়ের সামনে আসেন।

পরে বৃষ্টি উপেক্ষা করে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে তারা। দাবি জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের।

আরও পড়ুন:

পুলিশ তাদের বোঝাতে চাইলে তারা মানেনি রাস্তা ছেড়ে দিতে। সাংবাদিকদের উদ্দেশ্য করে শহিদ পরিবারের সদস্যরা জানান, হত্যাকারীদের বিচারের আওতায় আনার রোডম্যাপ দিতে হবে সরকারকে। না হলে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা।

যাদের হাত ধরে দোষীরা আইনের ফাঁক ব্যবহার করে জামিনে মুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। পরে বিক্ষোভ সমাবেশ শেষ করে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা।

এসএস