আজ (শনিবার, ৩ মে) দুপুরে রংপুরের পীরগাছায় ওরাও সম্প্রদায়ের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় আওয়ামী লীগের বিচার ইস্যুতে বিএনপি ও জামাতের অবস্থান স্পষ্ট করার দাবিও জানান তিনি।
আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে অংশ নেবে কি না, সেই চিন্তা ভাবনা করবে এনসিপি। বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ঐকমত্যে না এসে পিছপা হয়, তাহলে জুলাই জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে এনসিপি।’
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের করিডোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হিউমেনেটিরিয়ান করিডোর দেবার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। একক সিদ্ধান্তে করিডোর দেয়া উচিত হবে না।’