আজ (শনিবার, ১০ মে) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘শিক্ষার্থীরা ফেইসবুকে পোস্ট করে কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। কোন কিছু করতে চাইলে আমাদের অফিসে এসে আলাপ করতে পারে। একটা প্রেস বিফিং দিয়ে আন্দোলন করার অবস্থা এখন বাংলাদেশে নাই।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। বাংলাদেশের সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিএনপি।’
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত এটি তাদের মধ্যেই সীমাবদ্ধ। পাক-ভারত যুদ্ধ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না। বর্তমান সরকারের উচিত যুদ্ধের দিকে মনোযোগী না হয়ে নির্বাচনের দিকে নজর দেওয়া।’
এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ স্থানীয় অন্যান্য নেতারা। দীর্ঘ ১৭ বছর পর মাদারগঞ্জ উপজেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হলো।