‘বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে না চললে জনগণ এ সরকারকে মেনে নেবে না’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
রাজনীতি
0

বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এ সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (শুক্রবার, ১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বিচার, নির্বাচন, সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দেয়ারও আহ্বান জানান। 

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, তা মেনে নিতে সরকারপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানান সাকি। 

এসময় তিনি ফারাক্কা লংমার্চের প্রধান নেতৃত্বদানকারী মাওলানা ভাসানী সম্পর্কে বলেন, ‘তার সংগ্রাম থেকে এখনও অনুপ্রেরণা পাওয়া যায়, যার ফলাফল ২৪ এর ছাত্র আন্দোলন।’

এসএইচ