‘দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে’

গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভা
রাজনীতি
0

দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংস্কার ও নির্বাচন ইস্যুতে হাসিনা সরকার পতনের পরপরই মুখোমুখি অবস্থানে বিভিন্ন রাজনৈতিক দল। দেশে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও তার জোটসঙ্গীরা দ্রুত নির্বাচনের দাবিতে সরব হলেও জামায়াত কিংবা ছাত্রদের নতুন দল এনসিপিকে জোর দিতে দেখা যায় সংস্কারে ঘিরে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনকে বিলম্বিত করতে চায় একটা গোষ্ঠী। তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে। তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে বা তাদের গোষ্ঠীর স্বার্থে এ গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায় নানা কায়দায়, নানা কৌশলে।’

এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভা শেষে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। এসময় পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার। সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার সেখানেও একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, জনগণের যে অধিকার, সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে।’

নির্বাচন বানচাল, দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

এসএস