নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশে ৩০ দিনের সময়সীমা শেষ হয়েছে। সরকার ঘোষণা করতে ব্যর্থ হওয়ায়, আমরাই প্রকাশ করবো।’
তিনি জানান, পহেলা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে দেশ বাঁচাতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।
শহীদ ও আহত পরিবারের কাছে যেয়ে তাদের কথা শুনবেন এনসিপি নেতারা। এছাড়াও ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক করা হয়েছে সারজিস আলমকে।
তবে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম।
এসময় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রীয়াজ জানান, সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে আছি। এছাড়াও শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার কথা থাকলে বাস্তবতার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তিনি বলেন, ‘জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণার প্রক্রিয়ায় যেতে হবে।’