যাদের ইউপি মেম্বারেরও যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায়: আমিনুল হক

বক্তব্য দিয়েছেন আমিনুল হক; বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রুহুল কবির রিজভী
রাজনীতি
0

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত জেনে কিছু নতুন রাজনৈতিক দল ও ইসলামি দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দাবি করছে—এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই এখন পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। জনগণ যাদের বিশ্বাস করে না, তারাই এখন নির্বাচন নিয়ে শর্ত দিচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বর প্যারিস রোড বালুর মাঠে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমিনুল হক বলেন, ‘নির্বাচনের তারিখ শুনেই একটি নতুন দল বলছে, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ নেই। অথচ জনগণ জানে, বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দল। তারা জানে নির্বাচনে অংশ নিলে জনগণ বিএনপিকেই ভোট দেবে, তাই পিআর পদ্ধতির কথা তুলছে।’

সরকারের কিছু উপদেষ্টা ও প্রশাসনের স্বৈরাচারন্পথি অংশ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আগামী নির্বাচনেই। নেতৃত্বে থাকবেন তারেক রহমান।’

আওয়ামী শাসনামলে বন উজাড়, খাল ভরাট ও দখল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননসহ ১৯ দফা কর্মসূচি আবারও বাস্তবায়ন করা হবে।’

বৃক্ষরোপণ প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের মতো বিচ্ছিন্ন না থেকে জনগণের সঙ্গে থাকুন। পরিবেশ রক্ষায় প্রত্যেক এলাকায় গাছ লাগান।’

অনুষ্ঠান শেষে কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং নিয়মিত পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসএইচ