ব্যক্তির দায় কখনোই বিএনপি বহন করবে না: কায়সার কামাল

কথা বলছেন ব্যারিস্টার কায়সার কামাল
এখন জনপদে
রাজনীতি
3

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিগত ১৫-১৬ বছর আমি, আপনি-আমরা একসঙ্গে আন্দোলন করেছি সংগ্রাম করেছি। রাজপথে থেকে রক্ত দিয়েছি। বুলেটকে আলিঙ্গন করেছি। এখন কেন দু'একজন ব্যক্তির দায় পুরো দল নেবে। তিনি বলেন, 'আমরা আগেও বলেছি এখনও বলছি ব্যক্তির দায় কখনোই বিএনপি বহন করবে না। সে যেই হোক দলের যদি কোন সাংগঠনিক কমিটিতে থাকে। আনুষ্ঠানিকভাবে এবং প্রক্রিয়াগতভাবেই দল থেকে অব্যাহতি বা বহিষ্কৃত করা হবে। ব্যক্তির দায় দল নিবে না।'

আজ (শনিবার, ১২ জুলাই) দুপুরে নিজ নির্বাচনী এলাকা (নেত্রকোণা-১) নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আজকে বিএনপি হলো একটি মজলুমের দল। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মজলুমের দলকে দেশিয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা জালিমের দলে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। দল কখনো করেছে বা করে নাই কিংবা বহিষ্কার হয়েছে এরকম দু-একজনের অপকর্মের দায় বিএনপি নিতে পারে না। বিএনপি থেকে বা পরিবার থেকে সে যেই হোক যদি কোন আইনবিরোধী কাজ করে তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশেই প্রত্যেকটা সাংগঠনিক জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।'

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'বিএনপি এত বড় দল আজ চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী দল থেকে বহিষ্কার হয়েছে। আমাদের কলমাকান্দা দুর্গাপুরেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আপনারা একত্রিত হয়েছি ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর। আমি সকলের কাছে অনুরোধ জানাবো হাসিনাকে বিদায় করেছি দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি।'

আরও পড়ুন:

তিনি বলেন, 'আপনাদের ভাই আমাদের নেতা যিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানকেও আনতে পারিনি। আমাদের পথ চলা এখন পর্যন্ত কিন্তু স্তিমিত হননি বা বন্ধ করা চলবে না। যতক্ষণ বাংলাদেশে আইনের শাসন কায়েম না হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, তারেক রহমানকে দেশের মানুষ প্রধানমন্ত্রী না বানাবে ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে, থাকবে, ইনশাল্লাহ।'

এর আগে দীর্ঘ ১১ বছর পর কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মেলন সকাল থেকেই অডিটোরিয়াম কেন্দ্রে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুরে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব হাবিব উন নবি খান সোহেল, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগ জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াকে নির্বাচিত করেন।

সেজু