বিএনপিকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে একটি দল: ইকবাল হাসান টুকু

সিরাজগঞ্জ
বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
এখন জনপদে
রাজনীতি
3

শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে একটি দল, দলটি নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। কারণ বিএনপি এদেশের মানুষের ভালোবাসার দল।’ আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিত, যার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু জামায়াতের কৃতজ্ঞতা নেই।’

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম বলেন, ‘বিএনপি একটি বিশাল দল। দেশে কোনো অপরাধ সংঘটিত হলে, সেটি কি তারেক রহমান নির্দেশ দেন? আজকে তার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও হত্যা করতে চায়। সাম্প্রতিক কিছু ঘটনাও সেই ষড়যন্ত্রের প্রমাণ বহন করে। তারা মনে করে, জিয়ার পরিবার শেষ হয়ে গেলে বিএনপির রাজনীতিও শেষ হয়ে যাবে। তাই এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমরা বার বার বলে আসছি নির্বাচন দ্রুত চাই, নির্বাচন যত পেছাবে ষড়যন্ত্র তত বাড়বে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই আমরা নির্বাচন চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশ চালাতে পারছে না, কারণ তাদের সেই সামর্থ্য নেই। এর জন্যই দেশে নির্বাচন প্রয়োজন। যতটুকু সংস্কার হয়েছে সেটুকু রেখেই দ্রুত নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যারা এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং যারা নির্বাচন পিছাতে চায় তারা তারা আওয়ামী লীগ তারাই বর্তমান সরকারকে ব্যর্থ করতে চাই।’

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার ১৮টি ইউনিটের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ