দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
1

দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি’— শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দিতে হবে।’

নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি। সভা-সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবি সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করে আসছে দলটির নেতারা। প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে, পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, দেশ-বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কী করে? প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কীভাবে? কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।’

একই দিন সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভিন্ন আরেক অনুষ্ঠানে, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ দেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে উল্লেখ করে বিলম্ব না করে গণতান্ত্রকে নিজ গতিতে চলতে দেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে, বর্তমানে যে রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক কাঠামো আছে, তার গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা রাতারাতি সম্ভব নয়। এটার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার।’

আর প্রেসক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের শহিদদের সঙ্গে বেঈমানি করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার জন্য একমাত্র দায়ী ব্যক্তি শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা ও আওয়ামী লীগকে মাফ করার কোনো প্রশ্ন-ই ওঠে না।’

এসময় গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে যেসকল সংবাদ হচ্ছে তা দলের আদর্শের সঙ্গে যায় না উল্লেখ করে এ ব্যাপারে নেতাকর্মীদের সংশোধন হবার আহ্বান জানান তারা।

এসএইচ