আজ (বুধবার, ৬ আগস্ট) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সময়সীমা ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে—এটাই ছিল প্রত্যাশা। কিন্তু সেই আলোচনা হয়নি। আর জুলাই ঘোষণাপত্রে গণমানুষের প্রত্যাশা ও ইতিহাসের বাস্তবতা সঠিকভাবে প্রতিফলিত হয়নি।’
আরও পড়ুন:
তাহের অভিযোগ করেন, ‘ঘোষণাপত্রে পিলখানা, শাপলা চত্বর, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উল্লেখ নেই। এছাড়া ৯ দফা থেকে এক দফায় রূপান্তরের বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে, যা ইতিহাসের প্রতি অবিচার।’
তিনি আরও বলেন, ‘জুলাই চেতনার মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে গঠিত ৬টি কমিশনের কার্যক্রম ও প্রণীত ১৯ দফা ঐকমত্যের কথাও ঘোষণাপত্রে উপেক্ষিত হয়েছে।’
ডা. তাহের মনে করেন, ঘোষণা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়ে হাজারো শহিদের আত্মত্যাগ ও জনগণের আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং দলটি আগাম নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে প্রস্তুতি নিচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ‘জুলাই সনদের ভিত্তিতে’ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।