পুলিশকে হুমকি দেয়ায় কক্সবাজার জেলা বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজার
আকতার হোসেন
রাজনীতি
1

পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ হারানো নেতার নাম আকতার হোসেন। তিনি জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর কমিটির সাবেক আহ্বায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি দেয়ার পাশাপাশি সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছে।

এসএস