আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে ১৭ বছর যে রাজনীতি করেছে, আজকের এই সম্মেলন তার প্রতিফলন। দীর্ঘদিন সে আপনাদের পাশে ছিল এটি তার প্রমাণ। আপনারা আমাদেরকে মনোনয়নের কথা বলেছেন মনোনয়নতো আপনারা দেবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা কেন পালিয়ে যেতে হয়েছিল জানেন কারণ তিনি হাইব্রিডদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন।যার ফলে তাকে পালিয়ে যেতে হয়েছে। সেই সাথে হাইব্রিডরাও পালিয়ে গিয়েছে। কাজেই জনগণের সাথে যাদের সম্পর্ক বিএনপি তাদেরকেই মনোনয়ন দেবে।’
১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলো জাতীয় পার্টির অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান।অথচ এর ২ দিন পর তিনি জাতীয় পার্টির অধীনে নির্বাচনে গিয়েছিলো। বিএনপি ব্যতীত এই জামায়াতসহ সবাই সেদিন নির্বাচনে গিয়েছিল বলেও জানান তিনি।
আরও পড়ুন:
‘খালেদা জিয়া দেশকে ভালোবাসেন বহুবার তাকে চাপ দেওয়া হয়েছিল এদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এদেশ হলো আমার আসল ঠিকানা। আমি এখনোই এদেশকে ছেড়ে যাবো না। আজকে বেগম খালেদা জিয়া এদেশে আছেন অথচ শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে।’—বলেন বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, ‘জাতির ঐতিহাসিক মুহূর্তে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছিলেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তিনি এদেশকে তলাবিহীন জুড়ি থেকে একটি আধুনিক দেশের দিকে ধাবিত করেছিলেন। যার জন্য তিনি ১৯ দফা দিয়েছিলেন। শেখ হাসিনা জিয়াউর রহমান ও জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা থাকার কথা ছিল। কারণ আওয়ামী লীগকে পুনরোজ্জীবিত করে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান।’
বুলু বলেন, ‘এমন কোনো কর্ম আপনারা করবেন না। যেন আপনাদের সেই কর্মের কারণে মানুষ বিএনপিকে গালি দেয়। আপনার নেতাকে গালি দেয়। আপনারা জানেন ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি কিছু কাজ করেছিলেন যা জাতির জন্য মাইলফলক। তিনি উপবৃত্তির ব্যবস্থা, বিনামূল্যে বই দেয়া, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।’
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন, মাহবুবুর রহমান স্বপন।