সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আর আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে, আমরা কোনো সুযোগ দেবো না।’
যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।





