চট্টগ্রাম টেস্টে মিরাজের ব্যাটে বড় সংগ্রহের দিকে টাইগাররা

চট্টগ্রাম
ছবিতে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মেহেদি হাসান মিরাজের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৪২১ রান।

আজ (বুধবার, ৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরুতে হানা দেয় বৃষ্টি। মিনিট দশেক খেলা বন্ধ থাকলেও পরে আবারও মাঠে নামে দুই দল।

তাইজুলকে সঙ্গী করে শুরুটা ভালো করেছিল মেহেদি মিরাজ। তবে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। এরপর তানজিম সাকিবকে নিয়ে ম্যাচের হাল ধরেন এই অলরাউন্ডার।

মধ্যাহ্ন বিরতির আগে নিজে অর্ধশতক হাঁকিয়ে দলীয় চারশ রানের মাইলফলক পার করে বাংলাদেশ। এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়েও দারুণ শুরু করেছিল দুই ওপেনার এনামুল বিজয় ও সাদমান ইসলাম। তাদের উদ্বোধনী ১১৮ রানের জুটিতে শক্ত অবস্থানে দাঁড়ায় বাংলাদেশ।

তবে ৩৯ রানে বিজয় ও ১২০ রান করে আউট হন সাদমান। এরপর মুশফিকের ৪০ ছাড়া আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি।

এসএইচ