বরিশালে টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উদযাপন

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি
ক্রিকেট
এখন মাঠে
0

বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ (রোববার, ২৯ জুন) বেলা পৌনে ১২টায় এ অনুষ্ঠান শুরু হয়।

এ উপলক্ষে অনূর্ধ্ব-১২ বালক-বালিকাদের সিক্স-এ-সাইড, পেসার হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্যসহ নানা ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বরিশাল বিভাগ থেকে আরো বেশি করে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান সভাপতি। বরিশালের খেলার মাঠের অবস্থা দেখেও দুঃখ প্রকাশ করেন বিসিবি সভাপতি। এসময় দ্রুত স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শেষ করে খেলা আয়োজনের তাগিদও দেন তিনি। 

উদ্বোধন শেষে সভাপতি আরো বলেন, ‘বিভাগের সব জেলা মিলিয়ে যখন দল হবে তখন ঢাকার দিকে আর তাকিয়ে থাকতে হবে না।’

এসএইচ