সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ
ক্রিকেট
এখন মাঠে
0

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ রানে জয় পেয়েছে পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাইম আইয়ুব।

ফ্লোরিডার লডারহিলে টস জিতে সফরকারীদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। 

দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার সাইম আইয়ুব। ওয়েন্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নেন সামার জোসেফ। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করে স্বাগতিকরা। প্রথম উইকেট জুটিতে ৭২ রান তোলে ক্যারিবিয়ানরা। 

এরপর ৫ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৯২ রানে রাদারফোর্ডের উইকেট হারালে খেই হারায় স্বাগতিকরা। শেষ দিকে জেসন হোল্ডারের ১২ বলে ৩০ রান জয়ের স্বপ্ন দেখালেও তা যথেষ্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য।

সেজু