আজ (শুক্রবার, ১ আগস্ট) দুপুরে ‘আমাদের টাঙ্গাইল’ আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, ‘আমরা সব সময় একই কথা বলি—পিআর পদ্ধতি নয়, আমরা চাই প্রচলিত ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি, যেখানে এলাকাভিত্তিক মানুষ ভোট দিয়ে নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলছেন, তারা মূলত নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।’
তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষ ভোট দিতে চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণ ভোট দিতে পারেনি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করেছি, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমরা বলি না যে আমরা ক্ষমতায় যাব, আমরা বলি—মানুষের ভোটাধিকার ফেরত দিতে চাই। এই দেশের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মির্জা শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন দ্য প্রেসিডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং অন্যান্য নেতৃবৃন্দ।