চার পেসারের থেকে এসেছে ১৫ ওভার। তার মাঝে ৩৬ বলেই রান নিতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। হারিয়েছে দুই উইকেট। নুয়ান থুসারার স্পেলে ১৩, দুশমান্থ চামিরার ১৫ এবং দাসুন শানাকার স্পেলে ৬ ডট বল টাইগারদের ওপর চাপ বাড়িয়েছে ম্যাচের শুরু থেকেই।
আরও পড়ুন:
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসে প্রায় সাত ওভারের সমান বল থেকেই রান আসেনি। যার প্রায় সবটাই পেসারদের কাছ থেকে। যদিও ২০২২ সাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, পেসারদের বিপক্ষে বরাবরই নাজুক টাইগার ব্যাটাররা। এশিয়া কাপের এ দলে থাকা ব্যাটারদের মধ্যে কেবল জাকের আলী অনিকেরই পেসারদের বিপক্ষে গড় ৩০ এর বেশি। স্ট্রাইকরেটও খুব একটা সন্তোষজনক না পেসারদের বিপক্ষে।
দলে থাকা ব্যাটারদের মধ্যে পেসারদের বিপক্ষে গড়ে ২৯ এর বেশি রান আছে কেবল লিটন দাস, তাওহীদ হৃদয় এবং জাকের আলী অনিকের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনের গড় ২০ এর নিচে। মিডল অর্ডারের আরেক নির্ভরযোগ্য নাম শামীম পাটোয়ারিও পেসারদের বিপক্ষে নেহাত মন্দ নন। যদিও স্ট্রাইকরেট বিবেচনায় ১৫০ এর ওপরে আছে কেবল জাকেরের নাম। অবশ্য দেশের বাইরে তুলনামূলক দ্রুতগতির পিচে এ সংখ্যারগুলোর মান আরও শোচনীয়।