আজই সচল হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি

সচল হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি
ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি আজকের (সোমবার, ২৬ মে) মধ্যেই ফের সচল হবে বলে আশা করছে বাফুফে। এর মাঝেও প্রথম দিনে সাড়ে তিন হাজার টিকিট বিক্রির দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ করেও যারা টিকিট পাননি তাদেরও দেয়া হবে টিকিট। আর নানা জটিলতার মধ্যেও সুখবর ৩০ মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে।

১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট চাহিদা আকাশ চুম্বী। টিকিট ছাড়ার প্রথম ১০ মিনিটেই এক লাখের বেশি টিকিট প্রত্যাশী গ্রাহক বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে অচল হয়ে পড়ে পাশাপাশি সাইবার আক্রমণেরও শিকার হয় টিকিট বিক্রির এই সাইটট টিকিফাই!

বহুল কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝাড়েন ফুটবল প্রেমীরা। প্রশ্ন উঠেছে সক্ষমতা যাচাই-বাছাই না করেই কী টিকিফাইকে দায়িত্ব দিয়েছে বাফুফে?

বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল বলেন, ‘ইফতি সাহেব কী বলেছিল এইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে প্রেজেন্টেশন দিয়েছিল তার উপর আমাদের সিদ্ধান্ত দিয়েছি। বাংলাদেশে এই প্রথম ১ লাখ লোক ১০ মিনিটের মধ্যে টিকেট কিনতে লগইন করেছে।’

উপায়ান্তর না পেয়ে সাইবার সিকিউরিটির শরণাপন্ন হয়েছে বাফুফে। প্রত্যাশা রোববার (২৫ মে) রাত অথবা আজকের (সোমবার, ২৬ মে) মধ্যেই পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে। আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট রোববার পরিবর্তে ছাড়া হবে মঙ্গলবার।

তাজওয়ার আওয়াল বলেন, ‘যতক্ষণ না আমরা শিউর হচ্ছি ডাউন হবে না আর ততক্ষণ পর্যন্ত আমরা টিকেট বিক্রি করবো না। ভুটান ম্যাচের টিকেট আমরা দুইদিন পিছিয়ে দিয়েছি।’

অবশ্য প্রতিবন্ধকতার মধ্যেও সাড়ে তিন হাজার টিকিট বিক্রির দাবি বাফুফে কর্মকর্তার। পাশাপাশি সাইবার আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।

এছাড়াও যে সকল দর্শক পেমেন্ট করেও টিকিট পাননি তাদেরকেও দেয়া হবে টিকিট। এতসব সমস্যার মধ্যেও সুখবর জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ায় খুশি এএফসির পর্যবেক্ষক দল। আর ৩০ মের মধ্যেই স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে।

হামজা-শমিতরা যোগ দেয়ার পর ফুটবলে ফিরেছে প্রাণ। দেশের মাটিতে প্রথমবারের মতো তারা খেলতে নামার অপেক্ষায় ফুটবলভক্তরা। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা জনপ্রিয়তার উত্তেজনা সামাল দিতেও আগে থেকেই প্রস্তুতি নিতে বাফুফের। অন্যথায় সর্বশেষ বিপিএলে বিসিবির অভিজ্ঞতা বরণ করতে হতে পারে বাফুফেকেও।

সেজু