এলেন দেখলেন আর জয় করলেন। বাংলাদেশে হামজার আগমনটা এমনই।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা লাল-সবুজ জার্সিতে খেলবেন, এমন খবরেই ফুটবলে গণজোয়ার আসে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম গেইট, হামজাকে একনজর দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো সমর্থক। আর ঘরের মাঠে খেলবেন হামজা, এমন খবরে তো স্ক্যানার মেশিন আর কড়া নিরাপত্তা বলয় ভেঙেই মাঠে ঢুকে পড়লো দর্শকরা।
এমন গণজোয়ারকে হতাশ করেননি হামজা। বেশিক্ষণ অপেক্ষায়ও রাখেননি। ম্যাচের বয়স তখন কেবল ৬ মিনিট। আর তখনই জামাল ভূঁইয়ার নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে ভুটানের জালে বল পাঠান হামজা চৌধুরী। আর গ্যালারি জুড়ে প্রতিধ্বনি ওঠে সেই পুরনো স্লোগান, বাংলাদেশ, বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে বহু বছর পর এমন কানফাটা চিৎকার। দেশের ফুটবলে যুগের পর যুগ কেটে গেছে এমন দিন ফেরাতে। তারপর এলেন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে। এলেন, দেখলেন, আর জয় করলেন ফুটবল প্রেমীদের হৃদয়।