অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ: নেপালের বিপক্ষে জয়ে ফিরলো বাংলাদেশ

ম্যাচে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের দু'জন খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে হারের পর ফের জয়ের ধারায় ফিরলো বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয় এসেছে ৩-০ ব্যবধানে।

ভুটানের থিম্পুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৪১ মিনিট পর্যন্ত। বাংলাদেশের নাম্বার টেন থুইনুয়ে মার্মা গোল করে ডেডলক ভাঙেন।

আরও পড়ুন:

মিনিট চারেক পরেই নেপালের জালে বল জড়ান ফরওয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করলেও ম্যাচের একেবারে অন্তিম সময়ে তৃতীয় গোল পেয়ে যায় মাহবুবুর রহমানের শিষ্যরা। বদলি নামা রিয়ার গোলে নিশ্চিত হয় ৩-০ গোলের জয়।

এসএইচ